Wellcome to National Portal
  • final
আইন ও বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

গ্রন্থাগার

গ্রন্থাগার এর কার্যাবলীঃ

১)      মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাগণের  জন্য প্রয়োজনীয় আইন গ্রন্থ সরবরাহ;

২)      মতামত প্রদানের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং বিদেশী উচ্চ আদালতের রায়, এওয়ার্ড, ইত্যাদির (প্রাপ্ততা সাপেক্ষে) রেফারেন্স বই সরবরাহ;

৩)      স্থানীয় আইন, আন্তর্জাতিক আইন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের আইনসমূহের গবেষণালব্ধ বই পুস্তক সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ।

৪)      দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন গ্রন্থ এবং দেশী-বিদেশী পত্র-পত্রিকা ও সাময়িকী, গবেষণা সাময়িকী ইত্যাদি ক্রয় এবং যথাযথ রক্ষণাবেক্ষণ;

৫)      সকল প্রকার গ্রন্থাগার সামগ্রীর সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ;

৬)      আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

৭)      গ্রন্থাগারে নতুন সংযোজিত বই পুস্তক সম্পর্কে কর্মকর্তাগণকে অবহিতকরণ;

৮)      উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।