বিচার শাখা-১ এর কার্যাবলীঃ
১) সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ, শিক্ষানবিসকাল নির্ধারণ ও শিক্ষানবিস হিসেবে রক্ষণ, বিভাগীয় পরীক্ষাগ্রহণের ব্যবস্থা ও দক্ষতা-সীমা অতিক্রম সংক্রান্ত কার্যাবলী;
২) সহকারী জজ/সিনিয়র সহকারী জজ, জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের পদায়ন, বদলি, প্রশিক্ষণ, পদোন্নতি, প্রেষণ, ছুটি, শৃঙ্খলামূলক ব্যবস্থা, বিশেষ ক্ষমতা অর্পণ ও প্রত্যাহার ইত্যাদি;
৩) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদের মোট সংখ্যা নির্ধারণ এবং চাকুরী স্থায়ীকরণ;
৪) আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, কর্ম-শিবির, সংক্রান্ত কার্যাবলী;
৫) সেমিনার, সম্মেলন, এবং কর্ম-শিবিরে অংশগ্রহণকারী প্রতিনিধি মনোনয়ন এবং এতদ্সংক্রান্ত সরকারী আদেশ ও অনুমতিপত্র জারীকরণ;
৬) খ্যাতিসম্পন্ন সফরকারী বিদেশী ব্যক্তিগণের সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ;
৭) কমনওয়েলথ সচিবালয় এবং আফ্রো-এশীয় আইনগত পরামর্শদাতা কমিটির কার্যাবলী এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠন সংক্রান্ত কার্যাবলী;
৮) মন্ত্রণালয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের বিদেশে প্রশিক্ষণ/শিক্ষা/বৃত্তি সংক্রান্ত কার্যাবলী;
৯) মন্ত্রণালয় এবং এর সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণের সকল প্রকার বিদেশ ভ্রমণের অনুমতি, ইত্যাদি প্রদান;
১০) বিদেশী সরকার ও সংস্থাসমূহের অধীন চাকুরীর জন্য কর্মকর্তা/কর্মচারী মনোনয়ন ও নিয়োগ;
১১) সরকারি রিসিভার, এ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ও সরকারি জিম্মাদারের অস্থায়ী পদ রক্ষণ, ছুটি, ইত্যাদি;
১২) গান্ধী আশ্রম ট্রাস্ট্রের প্রশাসক নিয়োগ;
১৩) শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;
১৪) সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, বদলি, চাকুরী বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ।
১৫) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।