Wellcome to National Portal
আইন ও বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

বিচার শাখা-৪

বিচার শাখা-৪ এর কার্যাবলীঃ

১)      জেলাজজ আদালত, বিশেষ জজ আদালত, বিভিন্ন ট্রাইব্যুনাল, জুডিসিয়াল ও মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অন্যান্য আদালত গঠন সংক্রান্ত কার্যাদি;

২)      অস্থায়ী আদালত এবং এর কর্মকর্তা/কর্মচারীগণের বৎসর ভিত্তিক সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ ও পদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কার্যাদি;

৩)      বিভিন্ন আদালত/ট্রাইব্যুনাল/ম্যাজেস্ট্রেসী গঠন, পদ সৃষ্টি, এখতিয়ার ও ক্ষমতা নির্ধারণ, স্থানান্তর ও অবলুপ্তকরণ কার্যাদি;

৪)      বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগসহ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের অস্থায়ী পদ সৃষ্টি, স্থায়ীকরণ, বৎসরভিত্তিক নবায়ন, বেতনস্কেল উন্নীতকরণ, সিলেকশন গ্রেড, ইত্যাদি;

৫)      বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহা-পরিচালক এবং আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ সংক্রান্ত কার্যাদি;

৬)      বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিদের পাওনা ছুটি নগদায়ন, বিদেশে চিকিৎসার মঞ্জুরী প্রদান, ছুটি, পেনশন মঞ্জুরী, প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, ইত্যাদি কার্যাবলী;

৭)      বিভিন্ন আদালত/ট্রাইব্যুনাল/ম্যাজিস্ট্রেসীর কর্মচারীগণের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, আবেদন, আপীল, ইত্যাদি নিস্পত্তিকরণ;

৮)      প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের প্রশাসনিক সদস্য নিয়োগ;

৯)      সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের শূন্য পদে লোক নিয়োগের নিমিত্ত সংস্থাপন মন্ত্রণালয় হতে ছাড়পত্র সংগ্রহের ব্যবস্থা;

১০)    মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন প্রকার অগ্রিম এবং ঋণ মঞ্জুরী সংক্রান্ত কার্যাদি;

১১)    মন্ত্রণালয় এবং এর সংযুক্ত ও অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তা/কর্মচারীগণের কল্যাণ তহবিল, ভবিষ্য তহবিল এর অগ্রিম মঞ্জুরি, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য মঞ্জুরী সংক্রান্ত কার্যাবলী;

১২)    বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের পেনশন মঞ্জুরি ও পাওনা ছুটি নগদায়ন সংক্রান্ত কার্যাদি;

১৩)    সকল প্রকার আদালত গঠন সংক্রান্ত তথ্য, নতুন পদ সৃষ্টি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ;

           ১৪)    শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ।

          ১৫)    ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।