Wellcome to National Portal
আইন ও বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

বিচার শাখা-৩

বিচার শাখা-৩ এর কার্যাবলীঃ

১)      জেলাজজ ও সমপর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত জেলাজজ, যুগ্ম-জেলাজজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ, বদলি, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ পরীক্ষা করা, শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ, প্রেষণে নিয়োগ দান, টাইম স্কেল, সিলেকশন গ্রেড প্রদান, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের অনুমতি প্রদান;

২)      সিনিয়র সহকারী জজ হতে তদূর্ধ্ব পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের পদোন্নতি ও জ্যেষ্ঠতা পুনরুদ্ধার;

৩)      জেলাজজ ও অতিরিক্ত জেলাজজগণকে সার্কিট ডিউটি প্রদান এবং অবকাশকালীন জজ নিয়োগ;

৪)      যুগ্ম জেলাজজ হতে তদুর্ধ্ব পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের  অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি, অবসর প্রস্তুতিমূলক ছুটি মঞ্জুর;

৫)      যুগ্ম জেলাজজ হতে তদূর্ধ্ব পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের জমি ক্রয়, বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয়, পরীক্ষক হিসেবে নিয়োগ, পুস্তক প্রকাশের অনুমতি প্রদান, শিক্ষা/শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে খণ্ডকালীন বক্তৃতা প্রদানের অনুমতি সংক্রান্ত কার্যাদি;

৬)      বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন;

৭)      সরকারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন;

৮)      চুক্তি ভিত্তিক নিয়োগের বিষয়াদি;

৯)      জেলাজজগণের বার্ষিক সম্মেলন আহবান ও আয়োজন;

১০)    চাহিদা অনুযায়ী বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগ হতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের অনুবেদন/প্রতিবেদন সংগ্রহ ও ফেরত প্রদান;

১১)    সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, বদলি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ;

১২)    শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;

১৩)    ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্যা দায়িত্ব পালন।