বিচার শাখা-৬ এর কার্যাবলীঃ
১) নিবন্ধন পরিদপ্তর সংক্রান্ত প্রশাসনিক কার্যাবলী;
২) নিবন্ধন পরিদপ্তরের মহা-পরিদর্শক, সহকারী মহা-পরিদর্শক, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার নিয়োগ, পদোন্নতি, বদলি, ছুটি মঞ্জুর, ভ্রমণ ও শৃংখলামূলক ব্যবস্থা;
৩) নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণের অবসর গ্রহণ, অবসর ভাতা মঞ্জুরী, কল্যাণ তহবিল ও সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত কার্যাবলী;
৪) নিবন্ধন পরিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রেজিস্ট্রীকরণ অফিসসমূহের পরিদর্শক ও রেজিস্ট্রী সহকারী, ইত্যাদি পদের ব্যক্তিদের পদোন্নতির তালিকা প্রস্তুত এবং পদ সৃষ্টি ও বহাল রাখার ব্যবস্থা;
৫) নোটারী পাবলিক নিয়োগ ও নোটারী পাবলিক সার্টিফিকেট সংক্রান্ত কার্যাবলী;
৬) নোটারী পাবলিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত কার্যাবলী;
৭) সকল নিয়োগ, পদোন্নতি, বদলি, চাকুরী বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ নোটিশ/অফিস আদেশ, বিভিন্ন ফি/কমিশন হার, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে প্রেরণ;
৮) শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;
৯) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্যা দায়িত্ব পালন।