বিচার শাখা-৭ এর কার্যাবলীঃ
১) সমগ্র বাংলাদেশে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার বিষয়ক কার্যাদি;
২) নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারগণের ফিস ও কমিশন নির্ধারণ সংক্রান্ত কার্যাবলী তদারকি এবং উদ্ভূত বিরোধ নিস্পত্তি;
৩) মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রী সংক্রান্ত আইন, বিধি, ইত্যাদি প্রণয়ন/সংশোধন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও এতদ্সংক্রান্ত কার্যাবলী সম্পাদন;
৪) সরকার কর্তৃক নির্ধারিত হারে নিকাহ্ ও তালাক রেজিস্ট্রী ফিস/কমিশন আদায় হচ্ছে কিনা তা তদারকি এবং ব্যবস্থা গ্রহণ;
৫) সকল প্রকার নিয়োগ, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, বিভিন্ন ফি/কমিশন হার ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ;
৬) শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;
৭) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।