ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি ও দপ্তর) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
নিকাহ রেজিস্ট্রার নিয়োগ |
(১) শূণ্য পদের বিপরীতে আবেদন; (২) সাব-রেজিস্ট্রার এর নিকট প্যানেল আহবান; (৩) আবেদনপত্র ও প্যানেল যাচাই বাছাইক্রমে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে লাইসেন্স ইস্যু। |
(১) আবেদনপত্র (২) আলীম পাশের সনদ (মুসলিম নিকাহ রেজিস্ট্রার এর জন্য) (৩) এইচএসসি পাশের সনদ (হিন্দু রেজিস্ট্রার এর জন্য) (৪) জন্ম সনদ (৫) বয়স সীমা: ২১-৪৫ বৎসর (মুসলিম) ২৫-৫০ বৎসর (সনাতন) |
৫০০/- হতে ২০০০/- টাকা (এলাকাভেদে) বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১৬১-০০০০-১৮৫৪ |
৩০ কার্যদিবস |
সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৭
|
২. |
নোটারী পাবলিক নিয়োগ |
(১) নোটারী বিধিমালা, ১৯৬৪ এর ৩ ও ৪ বিধির শর্তপূরণসাপেক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর আবেদন; (২) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পদপ্রার্থীর নাম ঠিকানা ও চরিত্র মূল্যায়ন; (৩) গেজেট প্রকাশনীর পর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশমালা প্রেরণ; (৪) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্টিফিকেট ইস্যু। |
(১) আবেদনপত্র (২) আইনজীবীর সনদ (৭ বৎসরের অভিজ্ঞতাসহ) (৩) জন্মসনদ (৪) এলএলবি সনদ (৫) বয়স সীমা: ৬০ বৎসরের নিচে হতে হবে |
১০০০০/- টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১০১-০০০১-১৮৫৪ |
১৮০ কার্যদিবস |
সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬
|
৩. |
নোটারী পাবলিক সার্টিফিকেট নবায়ন |
(১) নোটারী বিধিমালা, ১৯৬৪ এর ৭এ বিধির শর্তপূরণসাপেক্ষে কর্তৃপক্ষ বরাবর নোটারী মেয়াদ শেষ হবার ৯০ কার্যদিবস পূর্বে আবেদন; (২)জেলা জজের নিকট প্রতিবেদন প্রেরণ ; (৩) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্টিফিকেট নবায়ন। |
(১) আবেদনপত্র (২) বিগত ০৩ বৎসরের নোটারী কার্যের বার্ষিক বিবরণী দাখিল (৩) নবায়ন ফিস দাখিলের চালানের মূল রশিদ |
৩০০০/- টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১০১-০০০১-১৮৭৬ |
৯০ কার্যদিবস |
সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬
|
৪. |
নোটারী কাগজপত্র সত্যায়ন |
সকাল ০৯ ঘটিকা হতে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত কাগজপত্র গ্রহণ। পরে বিকাল ০৩ ঘটিকা সরাসরি কাগজপত্র ফেরত প্রদান।
|
সংশ্লিষ্ট কাগজের ফটোকপি |
বিনামূল্যে |
০২ ঘন্টা |
সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৭ [সকাল ০৮ ঘটিকা হতে দুপুর ১১ ঘটিকা পর্যন্ত] সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬ [সকাল ১০ ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত] |
৫. |
অধস্তন আদালতসমূহের জন্য বাজেট প্রণয়ন, বরাদ্দকরণ ও বিভাজন |
পত্র মারফত অনুরোধ প্রাপ্তির পর কাগজপত্র যাচাইপূর্বক সংশ্লিষ্ট আদালতের অনুকূলে বাজেট বরাদ্দ করে আইবাসে এন্ট্রি দেওয়া হয় ও পত্র মরফত অবগত করা হয়। |
সংশ্লিষ্ট আদালতের আবেদন এবং আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট |
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
সিনিয়র সহকারী সচিব (বাজেট-১) |